State

রিজার্ভারে নেমে মর্মান্তিক মৃত্যু

Published by
News Desk

এখনও পুরোটা তৈরি হয়নি। নির্মীয়মাণ অবস্থায় রয়েছে রিজার্ভার। শনিবার সকালে সেই রিজার্ভার থেকেই উদ্ধার হয় ২ শ্রমিকের নিথর দেহ। উত্তর ২৪ পরগনার খড়দহ থানা এলাকার ঘটনা। এখানেই একটি ইংরাজি মাধ্যম স্কুল চত্বরে তৈরি হচ্ছিল রিজার্ভারটি। ওই শ্রমিকদের সঙ্গেই কর্মরত অন্য শ্রমিকদের দাবি, প্রথমে এক শ্রমিক ছোট মুখের রিজার্ভার দিয়ে গলে ভিতরে ঢোকেন। ঢোকার পর চিৎকার করতে শুরু করলে তাঁকে সাহায্য করতে দ্বিতীয় শ্রমিকও ভিতরে ঢোকেন। তারপর ২ জনেরই মৃত্যু হয়। দমকল দেহ উদ্ধার করেছে।

পুলিশের প্রাথমিক ধারণা প্রথম জন ভিতরে ঢোকার পর হয়তো বিষাক্ত গ্যাসে দমবন্ধ অবস্থা হয়ে আসে তাঁর। তখনই তিনি বাঁচার আর্তি জানান। তাঁকে বাঁচাতে দ্বিতীয়জন ভিতরে নামেন। তারপর তিনিও দমবন্ধ হয়ে মারা যান। তবে এটা প্রাথমিক ধারণা। তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ আরও পরিস্কার হবে বলে মনে করছে পুলিশ।

Share
Published by
News Desk