State

বাইকে বাসের ধাক্কা, মৃত অন্তঃসত্ত্বা ও তাঁর ৯ মাসের শিশু

Published by
News Desk

কোলে ৯ মাসের সন্তান। মা দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা। সন্তানকে কোলে নিয়ে বাইকে মা বসে ছিলেন স্বামীর পিছনে। ঘড়িতে তখন বেলা সাড়ে ১১টা। ডাক্তার দেখিয়ে ফিরছিলেন বাড়িতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ে বীরভূমের রামপুরহাট থেকে একটি সরকারি বাস ছুটে আসছিল। বাসটি এসে সোজা ধাক্কা মারে বাইকে। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ৩ জন। স্বামী ফিরোজ শেখ আহত হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তঃসত্ত্বা সেরিনা বিবি ও তাঁর ৯ মাসের সন্তানের।

এভাবে চোখের সামনে এক অন্তঃসত্ত্বা ও তাঁর দুধের শিশুকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে পড়েন। শুরু হয় বাস ভাঙচুর। শুধু ঘাতক বাসটি বলেই নয়, আশপাশের বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালান তাঁরা। আগুন ধরিয়ে দেওয়া হয় বাসে। পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার কিছুটা ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। রণক্ষেত্র হয়ে ওঠে সিউড়ির রাজপথ। বেশ কিছুক্ষণ এমন চলার পর অবশেষে অবস্থা আয়ত্তে আসে।

Share
Published by
News Desk