State

চ্যালা কাঠ দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যার অভিযোগে আটক স্ত্রী

Published by
News Desk

খড়গপুরের কাছে গোয়ালারা গ্রাম। এখানেই ২ স্ত্রীকে নিয়ে বাস করতেন রতন ঘোষ। দ্বিতীয় স্ত্রী অনিমার দাবি সতীনকে নিয়ে ঘর করার পাশাপাশি তাঁর স্বামী তাঁকে প্রায় দিন নেশা করে এসে মারধর করতেন। দিনের পর দিন স্বামীর এই অমানুষিক অত্যাচার আর সহ্য করতে পারছিলেন না তিনি।

গত বুধবার রাতেও রতন ঘোষ বাড়ি ফিরে তাঁর দ্বিতীয় স্ত্রী অনিমাকে মারধর করতে শুরু করেন। এদিন আর তা মেনে নিতে পারেননি অনিমা। পাল্টা স্বামীকে টেনে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলেন তিনি। তারপর চ্যালা কাঠ জোগাড় করে শুরু হয় মার। অনিমার মারের চোটে মৃত্যু হয় রতন ঘোষের। ঘটনার পরই অভিযুক্ত অনিমা ঘোষকে আটক করে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk