State

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে সাসপেন্ড প্রধান শিক্ষক হরিদয়াল রায়

Published by
News Desk

দোষী সাব্যস্ত হলেন মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে নির্ধারিত সময়ের আগেই প্রশ্নপত্রের সিল খোলার অভিযোগে অভিযুক্ত ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়। রাজ্য শিক্ষা দফতর তাঁকে সাসপেন্ড করেছে। শিক্ষামন্ত্রী আগেই বলেছিলেন যদি প্রধান শিক্ষক দোষী সাব্যস্ত হন তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অবশেষে সেই কড়া শাস্তির কোপেই পড়তে হল হরিদয়াল রায়কে।

অভিযোগ ছিল, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন, নির্ধারিত সময়ের আগেই প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলেন হরিদয়াল রায়। তারপর সেই প্রশ্নপত্রের ছবি তোলা হয়। যা পাঠিয়ে দেওয়া হয়েছিল স্কুলের ফার্স্ট বয়ের কাছে। এমনকি হরিদয়াল রায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল বিভিন্ন বিষয়ের তুখোড় শিক্ষক শিক্ষিকাদের দিয়ে প্রশ্নপত্রের উত্তর করিয়ে তিনি তা ফার্স্ট বয়ের কাছে পৌঁছে দিতেন। এই ঘটনা সামনে আসার পর শিক্ষামন্ত্রী ঘটনার তদন্তের নির্দেশ দেন। তদন্তে প্রমাণও হয় হরিদয়াল রায় সেদিন প্রশ্নপত্রের প্যাকেট সময়ের আগেই খোলেন।

বৃহস্পতিবার হরিদয়াল রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাঁকে সাসপেন্ড করে শিক্ষা দফতর। প্রয়োজনে আরও কড়া পদক্ষেপের মুখে পড়তে হতে পারে তাঁকে। তবে প্রশ্নপত্রের প্যাকেট আগে থেকেই খুলে ফেলার অভিযোগে শুধু হরিদয়াল রায় বলেই নয়, আরও ৩ জনকে সাসপেন্ড করেছে শিক্ষা দফতর।

Share
Published by
News Desk