State

বাজারের মধ্যে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ, মিলল সিসিটিভি ফুটেজ

Published by
News Desk

গড়িয়ার শীতলা বাজারের মধ্যেই মিলল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। তাঁর মাথায় আঘাত রয়েছে। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণও হয়েছে। পুলিশ মঙ্গলবার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান মাথায় আঘাত থেকে রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয় শ্যামলবাবুর। স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, এক ব্যক্তির সঙ্গে স্থানীয় ব্যবসায়ী শ্যামল রায়ের বচসা লাগে। তারপর হাতাহাতি। ওই ব্যক্তি একসময়ে শ্যামল রায়কে ধাক্কা মারে। তাতে উল্টে পড়েন শ্যামলবাবু। তাঁর মাথায় আঘাত লাগে। এরপর সেখান থেকে চলে যায় ওই ব্যক্তি। পুলিশের অনুমান, পড়ে গিয়ে মাথায় আঘাত পান শ্যামল রায়। তাতেই তাঁর মাথা ফেটে যায়। বার হতে থাকে রক্ত।

এদিকে অন্য ব্যক্তির মুখ ছবিতে পরিস্কার না হলেও পুলিশ ওই সিসিটিভি ফুটেজকে সামনে রেখেই তদন্ত শুরু করেছে। এদিকে ব্যবসায়ী শ্যামল রায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্যবসায়ীদের মধ্যেও ক্ষোভ রয়েছে।

Share
Published by
News Desk