Categories: State

সুবর্ণরেখায় ডুবে যুবকের মৃত্যু

Published by
News Desk

সুবর্ণরেখায় চান করতে নেমে ডুবে গেলেন এক যুবক। কানাই মিশ্র নামে ওই যুবক বেলদার বাসিন্দা। সূত্রের খবর, এক বন্ধুকে নিয়ে গত বুধবার বিকেলে সুবর্ণরেখায় চান করতে নামেন কানাই। আচমকাই দুই বন্ধু জলে তলিয়ে যেতে থাকেন। কোনওক্রমে তাঁর বন্ধু পাড়ে উঠতে পারলেও জলের তলায় হারিয়ে যান কানাই মিশ্র। তাঁর খোঁজে জলে ডুবুরি নামে। কিন্তু তাাঁকে খুজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ জলে ভেসে ওঠে। স্থানীয়দের ধারণা সুবর্ণরেখায় বালি খাদানের কাজ চলে। কিন্তু প্রায় পাড়ের কাছ পর্যন্ত বালি তোলায় সেখানে জলের তলায় অস্বাভাবিক গর্তের সৃষ্টি হয়েছে। তাঁদের ধারণা সেখানেই সম্ভবত পা আটকে যায় কানাই মিশ্রের। তারপর আর পা ছাড়িয়ে জলের উপরে উঠে আসতে পারেননি তিনি।

Share
Published by
News Desk