State

গ্রেফতার ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী, প্রতিবাদে পথ অবরোধ

Published by
News Desk

ভাঙড়ে পাওয়ার গ্রিড তৈরিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে সিপিআইএমএল রেডস্টার নেতা অলীক চক্রবর্তীকে অনেকদিন ধরেই খুঁজছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে আন্দোলনে মদতের অভিযোগে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়েন তিনি। ভুবনেশ্বরের একটি হাসপাতাল থেকে চেকআপ করিয়ে বার হওয়ার সময়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে অলীক চক্রবর্তীর গ্রেফতারির কথা ছড়িয়ে পড়ার পর এদিন সকাল থেকেই ভাঙড়ের বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ আন্দোলন শুরু করেছেন জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। রাস্তা আটকে প্রতিবাদে মুখর হন তাঁরা। ফলে ভাঙড়ের বেশ কিছু এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

(ছবি – সৌজন্যে – ফেসবুক)

Share
Published by
News Desk