State

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

Published by
News Desk

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেফতার হল স্বামী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের খাউটিয়া পাড়া এলাকায়। মৃত মহিলার নাম রমা সরকার। বছর ৩০-এর রমার সঙ্গে একাধিক পুরুষের সম্পর্ক রয়েছে এই সন্দেহে তাঁকে তাঁর স্বামী নিতাই সরকার খুন করেছে বলে অভিযোগ। পেশায় কাঠমিস্ত্রি নিতাইয়ের বিরুদ্ধে অভিযোগ সে তার স্ত্রীকে গলা টিপে খুন করে একটি পুকুরে দেহ ফেলে দেয়। বৃহস্পতিবার সকালে পুকুরে মৃতদেহটি ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে সেটি ময়নাতদন্তে পাঠায়।

মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, নিতাই তাঁদের মেয়ের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাত। সেই অত্যাচার মাত্রা ছাড়িয়ে এবার তাঁদের মেয়ের জীবন কেড়ে নিল বলে অভিযোগ মৃতার মায়ের।

Share
Published by
News Desk