State

কোথাও রাতভর বোমা-গুলি, কোথাও সকালে, প্রাণভয়ে পালালেন ভোটাররা

Published by
News Desk

ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত ছিল কোচবিহারের দিনহাটা। দিনহাটায় রাতভর বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। চলে গুলিও। এই ঘটনায় কয়েকজন আহত হন। রাতের সেই তাণ্ডব সকালেও পিছু ছাড়েনি। দিনহাটার ওকড়াবাড়ির মাহেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে এদিন সকালে ভোটগ্রহণ শুরু হয়েছিল ঠিকই, কিন্তু তা বেশিক্ষণ চলতে পারেনি। বেলা বাড়তে সেখানে আচমকাই হানা দেয় দুষ্কৃতীরা। গুলি চালিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে তারা। পড়ে বোমাও। আতঙ্কে ভোটদানের লাইন ছেড়ে পালান ভোটাররা। ফাঁকা হয়ে যায় ভোটকেন্দ্র। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ।

কোচবিহারেরই গীতালদহেও এদিন সকাল থেকেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এখানে একটি বুথে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুখে কাপড় বেঁধে ব্যালট বাক্স ছিনতই করে পালায় তারা। ফলে এখানে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। এখানে বোমাবাজির ঘটনাও ঘটেছে। বোমার আঘাতে আহত হন ১ ব্যক্তি।

কোচবিহারের শুক্তাবাড়িতে তৃণমূল ও নির্দল কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে আহত হন ১ মহিলা ভোটার।

Share
Published by
News Desk