Categories: State

স্ত্রীকে অ্যাসিড খাইয়ে হত্যা, পলাতক স্বামী

Published by
News Desk

উলুবেড়িয়ায় স্ত্রীকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্বামী পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, স্বামীর সঙ্গে অন্য ১টি মেয়ের সম্পর্ক আছে একথা জানতে পেরে প্রতিবাদ করেন স্ত্রী। তাতেই রেগে যায় স্বামী। অভিযোগ এরপর ১০ বছরের মেয়ের সামনেই স্ত্রীকে জোর করে অ্যাসিড খাইয়ে দেয় সে। যন্ত্রণায় কাতরাতে থাকেন স্ত্রী। এরপর মেয়ের চিৎকার চেঁচামেচিতে আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায় সে। সেখানে স্ত্রীকে ভর্তি করিয়ে চম্পট দেয় স্বামী। ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

তদন্তের স্বার্থে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা জানার চেষ্টা করছে তারা।

Share
Published by
News Desk