State

বিয়ের ১ বছরের মাথায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

Published by
News Desk

বিয়ের ১ বছরের মাথায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। মৃত বধূর নাম অপর্ণা গায়েন। দক্ষিণ ২৪ পরগনার উত্তর গোবিন্দপুর গ্রামের মেয়ে অপর্ণার সঙ্গে ১ বছর আগে বিয়ে হয় পশ্চিম গঙ্গাধরপুর গ্রাম নিবাসী বুদ্ধনাথ গায়েনের।

মৃতার বাপের বাড়ির লোকের দাবি, বিয়ের সময় বরপক্ষের চাহিদামত পণের টাকা দিতে পারেননি তাঁরা। তাই ৬ মাস পরে ১ লক্ষ টাকা চেয়ে স্ত্রীর ওপর চাপ দিতে থাকে তাঁর স্বামী। সেই টাকা বাপের বাড়ি থেকে এনে না দেওয়ায় মেয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ মৃতার আত্মীয়স্বজনের। পুলিশকে তাঁরা জানিয়েছে, গত মঙ্গলবার তাঁদের ফোন করে জামাই বুদ্ধনাথ। গলায় দড়ি দিয়ে স্ত্রী আত্মহত্যা করেছে বলে দাবি করে সে। জামাইয়ের দাবি অবশ্য মানতে চায়নি মৃতার পরিবার। গত বুধবার বুদ্ধনাথ গায়েনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk