State

পাথর খাদানে ভয়ংকর বিস্ফোরণ, ছিন্নভিন্ন শ্রমিকদের দেহ

Published by
News Desk

পাথর খাদানে বিস্ফোরণ কেড়ে নিল কমপক্ষে ১৩ জন শ্রমিকের প্রাণ। অন্তত তেমনই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে প্রতিবেশি রাজ্য ঝাড়খণ্ডের সীমান্ত লাগোয়া এলাকা বীরভূমের মহম্মদবাজার থানার অন্তর্গত গোঁসাই পাহাড়িতে। এখানকার পাথর খাদানে বীরভূমের বহু মানুষ কাজ করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকালে তাঁরা খাদানে কাজ করতে যান। কিন্তু হঠাৎ ঘটে যায় ভয়ংকর বিস্ফোরণ। যা কেড়ে নেয় শ্রমিকদের প্রাণ।

স্থানীয়রা জানাচ্ছেন, রোজকার দিনের মত এদিনও খাদান থেকে মাটি সরানোর কাজ করছিলেন শ্রমিকরা। অভিযোগ খাদানের এক জায়গায় মাটির নিচে বেআইনিভাবে মজুত করা ছিল প্রচুর পরিমাণ বিস্ফোরক। যা টের পাননি শ্রমিকরা। বিস্ফোরকে ঠাসা জায়গাতে মেশিন দিয়ে মাটি কাটতে যেতেই মেশিনের চাপে আচমকা ফেটে যায় বিস্ফোরক। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় শ্রমিকদের দেহ। মাটির নিচে চাপা পড়ে যান কয়েকজন শ্রমিক।

এদিকে এই ঘটনার পরই খাদান ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রিন বেঞ্চের নির্দেশে বীরভূমের কোনও পাথর খাদানে কাজ হওয়ার কথাই নয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে প্রশাসনের নাকের ডগায় এই খাদানগুলি দিনের পর দিন রমরমিয়ে চলছে বলে অভিযোগ। যদিও এই ঘটনার পর মুখে কুলুপ এঁটেছে প্রশাসন। খাদানে কে বা কারা বিস্ফোরক মজুত করে রাখল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk