State

ফোন চার্জ দিতে গিয়ে নাতির মৃত্যু, শোকে আত্মঘাতী ঠাকুমা

Published by
News Desk

মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে গত বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ভাস্কর সর্দারের। নবম শ্রেণির ছাত্রটি তার পরিবারের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ঘোষেরহাট এলাকায় থাকত। ছেলের এমন মর্মান্তিক পরিণতিতে শোকে কাহিল পড়েন কিশোরের মা-বাবা। আদরের একমাত্র নাতির মৃত্যুর শোক গভীরভাবে আঘাত করে মৃত ছাত্রের ঠাকুমাকেও।

পরিবারের দাবি, নাতিকে হারানোর শোক সহ্য করতে পারেননি বছর ৬৪-র সরলা সর্দার। মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। গত শুক্রবার সকালে ঘর থেকে মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন তাঁর ছেলে ও পুত্রবধূ।

নাতির মৃত্যুশোক সহ্য করতে না পেরেই প্রবীণা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। পরপর দুদিনে একই পরিবারে ২টি মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Share
Published by
News Desk