State

হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ, ব্যাপক ভাঙচুর হাসপাতালে

Published by
News Desk

উলুবেড়িয়ার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা অমর প্রামাণিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুস্থ হতে। কিন্তু সুস্থ হয়ে ওঠা আর হল না তাঁর। হাসপাতালের শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল তাঁর দেহ। রোগীর এহেন রহস্যমৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল হাওড়ার উলুবেড়িয়ার ইএসআই হাসপাতালে। গত বৃহস্পতিবার পেটে অসহ্য ব্যথা নিয়ে উলুবেড়িয়ার ইএসআই হাসপাতালে ভর্তি হন বছর ৫৫-র প্রৌঢ়। সেখানেই এতদিন চিকিৎসা চলছিল তাঁর।

রোগীর আত্মীয়দের দাবি, মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ফোন করে অমরবাবুর মৃত্যুর খবর জানানো হয় তাঁদের। তড়িঘড়ি হাসপাতালে ছুটে এসে তাঁরা জানতে পারেন হাসপাতালের শৌচাগারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন রোগী। তাঁদের পৌঁছানোর আগে কেন রোগীর দেহ শৌচাগার থেকে সরানো হল? তবে কি রোগীর মৃত্যুর আসল কারণ লুকোতে আগেভাগে দেহ নামিয়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ? এই প্রশ্নের উত্তর না পাওয়ায় হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের ক্ষিপ্ত আত্মীয়স্বজন। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হাসপাতালে বসানো হয় পুলিশ পিকেট। রোগীর অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk