Categories: State

ফের চলন্ত ট্রেনে বালিকার শ্লীলতাহানি

Published by
News Desk

জলপাইগুড়ির বাসিন্দা এক চতুর্থ শ্রেণির ছাত্রীর ট্রেনে শ্লীলতাহানির ঘটনায় নাম জড়াল এক রেলকর্মীর। ঘটনাটি ঘটেছে পাহাড়িয়া এক্সপ্রেসে। শনিবার রাতে দাদু-দিদার সঙ্গে বাড়ি ফিরছিল জলপাইগুড়ির বাসিন্দা ওই বালিকা। অভিযোগ ট্রেন ছাড়ার পর তাকে এক রেলকর্মী ডেকে নিয়ে যায়। তারপর তার শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীটি চেঁচিয়ে উঠলে ট্রেনের যাত্রীরা ছুটে আসেন। বেগতিক বুঝে পালিয়ে যায় ওই ব্যক্তি। ট্রেনের যাত্রীদের অভিযোগ ট্রেনের টিটি ওই ব্যক্তিকে পালাতে সাহায্য করেন। পরে ব্যান্ডেল স্টেশনে ট্রেন থামলে জিআরপিতে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পরিবার। অভিযুক্ত নরেন রাজবংশীর খোঁজে তল্লাশি শুরু করেছে জিআরপি।

Share
Published by
News Desk