State

ধর্ষণের পর খুন? মহিলার হাত কাটা নগ্ন দেহ ঘিরে চাঞ্চল্য

Published by
News Desk

গত মঙ্গলবার সন্ধেয় কালবৈশাখী বিধ্বংসী চেহারায় আছড়ে পড়ে তিলোত্তমার বুকে। প্রবল ঝড়বৃষ্টিতে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে এক মহিলাকে ধর্ষণের পর খুন করে ফেলে রেখে যাওয়ার অভিযোগে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গড়িয়া স্টেশন রোড এলাকায়। এদিন সকালে বছর ৩০-এর এক মহিলার নগ্ন হাত কাটা মৃতদেহ প্রথমে চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই বিধবা মহিলা একটি ব্যাগ কারখানায় কাজ করতেন।

মৃতার ছেলের দাবি, মঙ্গলবার সন্ধেয় মাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কারখানায় আসে সে। কিন্তু মদ্যপ অবস্থায় থাকায় মা সেইসময় বাড়ি যেতে চাননি। মাকে বসিয়ে রেখে ফিরে যায় ছেলে। তার এও দাবি, ঝড়বৃষ্টি থামার পরে রাতে মা বাড়ি না ফেরায় সে ফের মাকে খুঁজতে বার হলেও মায়ের খোঁজ পায়নি। অবশেষে বুধবার সকালে মহিলার নগ্ন দেহ উদ্ধার হয়। মহিলার গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যা থেকে পুলিশের অনুমান, মহিলাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts