State

টোটোর ধাক্কায় মৃত জুনিয়র ডাক্তার

Published by
News Desk

অন্যকে বাঁচানো যাঁর কাজ, তাঁরই মৃত্যু হল মর্মান্তিক পথ দুর্ঘটনায়। বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ কেড়ে নিল এক জুনিয়র ডাক্তারের জীবন। মৃতের নাম গৌরব বসাক। কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ছিলেন তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের স্কুল রোড এলাকায় তাঁর বাড়ি।

সূত্রের খবর, গত রবিবার রাতে বাইক চালিয়ে রায়গঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন ওই চিকিৎসক। রায়গঞ্জের উদয়পুরে ১০ নম্বর রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা একটি টোটো তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন চিকিৎসক। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রাই রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন গুরুতর আহত গৌরব বসাককে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘাতক টোটোর চালক ফেরার। তার খোঁজ শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk