State

নীলের পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ৩

Published by
News Desk

শুক্রবার ছিল নীলষষ্ঠীর ব্রত। চৈত্রের এমন পুণ্যদিনে শিবের মাথায় জল ঢালতে হুগলির তারকেশ্বর মন্দিরে নামে ভক্তদের ঢল। উলুবেড়িয়ার বাউরিয়া এলাকা থেকে ১০ জনের একটি দল গত শুক্রবার তারকেশ্বরে পৌঁছান শিবের মাথায় জল ঢালতে। পুজো সারেন। তারপর নীলের পুজো দিয়ে ফেরার সময় তারকেশ্বর থেকে অটোতে ওঠেন সকলে।

হরিপাল থানার গজার মোড় এলাকায় অটোর সঙ্গে ১টি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বলরাম দাস নামে এক মাঝবয়সী ব্যক্তি এবং ভবানী দলুই ও প্রতিমা নস্কর নামে ২ মহিলার মৃত্যু হয়। বাকি ৭ জন যাত্রী গুরুতর জখম হন। তাঁদের মধ্যে রাতুল দাস নামে ১ শিশুর অবস্থা আশঙ্কাজনক। চালক সহ ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

Share
Published by
News Desk