State

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, মেঝেতে অচেতন রক্তাক্ত অবস্থায় পড়ে স্বামী

Published by
News Desk

সিলিং থেকে ঝুলছে গৃহবধূর দেহ। রক্তাক্ত অচেতন অবস্থায় নিচে মেঝেতে পড়ে রয়েছেন গৃহবধূর স্বামী। শনিবার সকালে এমন ভয়ানক দৃশ্য চোখে পড়তেই আঁতকে ওঠেন বাড়ির লোকজন। পুলিশে খবর দেওয়া হয়। গৃহবধূর স্বামীকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গৃহবধূর রহস্যমৃত্যুর কথা ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কেন্দামারি এলাকায়।

বছর চারেক আগে কেন্দামারির বাসিন্দা উত্তম ওঝার সঙ্গে বিয়ে হয় দীপালি জানার। তাঁদের ২ বছরের একটি মেয়ে আছে। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত স্বামী-স্ত্রীর মধ্যে কোনও বিষয়ে মনোমালিন্যের জেরেই আত্মঘাতী হন ওই গৃহবধূ। ঝামেলার জেরে মৃতার স্বামী আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা পুলিশের। যদিও তা মানতে নারাজ মৃতার পরিবার। তাঁদের দাবি, আত্মহত্যা নয়, স্ত্রীকে ছক কষে খুন করেছে তাঁদের জামাই। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

Share
Published by
News Desk