State

বারুইপুরে ধুন্ধুমার

Published by
News Desk

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই বারুইপুরের বিডিও ও এসডিও অফিসে ছিল প্রবল তৎপরতা। অন্যদিকে বাইরে বিশাল সংখ্যক যুবক ভিড় করেছিল। অভিযোগ বিরোধীদের কেউ মনোনয়ন পেশ করতে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখছিল তারা। হাতে কাগজ দেখলেই তা পড়ে দেখা হচ্ছিল। বিরোধীদের মনোনয়ন পেশে বাধা দিচ্ছিল।

এই অবস্থায় একসময়ে এক পুলিশ আধিকারিক তাদের বাধা দিতে যান। অভিযোগ বাধা দিতেই ওই পুলিশ আধিকারিককে ফেলে মারতে শুরু করে একদল যুবক। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন অন্য পুলিশ কর্মী ও আধিকারিকরা। শুরু হয় লাঠিচার্জ। পুলিশের লাঠিচার্জে পিছু হটে যুবকরা। পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

Share
Published by
News Desk