State

তীব্র ঝাঁঝালো গন্ধে টেকা দায়! অসুস্থ ২

Published by
News Desk

রবিবার। সকলেই ছুটির আলসে মেজাজে। আচমকাই একটা তীব্র গন্ধ নাক জ্বালিয়ে দেওয়ার জোগাড় করল। তীব্র ঝাঁঝালো গন্ধে টেকা দায়। অনেকেই ঘর থেকে শ্বাসকষ্ট নিয়ে ফাঁকা জায়গায় বেরিয়ে আসেন। জানা যায় কাছের একটি গুদাম থেকে রাসায়নিক লিক করছে। আর তা থেকেই তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়াচ্ছে সর্বত্র। রাসায়নিকের গন্ধে অসুস্থ হয়ে পড়েন ২ জন। এই অবস্থায় দ্রুত পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। পরে গন্ধ নিয়ন্ত্রণে এলেও এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

পুলিশ গুদামের মালিককে আটক করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। যাতে কোনওভাবে আর রাসায়নিক লিক না করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share
Published by
News Desk