State

প্রেমে না, বান্ধবীর ছবি বিকৃত করে ‘কল গার্ল’ তকমা দিল তরুণ

Published by
News Desk

কলেজের এক সহপাঠিনীকে ভালবাসত অক্ষয় দে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া সে। কিছুদিন আগে তার সেই ভালোবাসার অনুভূতির কথা সহপাঠিনীকে জানায় ওই তরুণ। কিন্তু তরুণের প্রস্তাব ফিরিয়ে দেন ওই তরুণী। পুলিশের অনুমান, তরুণীর প্রেমে না করা মেনে নিতে পারেনি অক্ষয়। অভিযোগ, মেয়েটিকে জব্দ করতে ফটোশপের কারসাজিতে তার ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় অক্ষয়। এমনকি মেয়েটির ফোন নম্বরসহ সেই সমস্ত ভুয়ো অশালীন ছবি ‘কল গার্ল’-এর বলে ছড়িয়ে দেয় ওই তরুণ।

সুপার ইম্পোজ করা সেসব ছবি তরুণীর দৃষ্টিগোচর করেন তাঁর বন্ধুরা। এরপর পরিবারকে নিয়ে সোনারপুর থানার দ্বারস্থ হন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ওই তরুণী। ঘটনার তদন্তে নেমে গত শুক্রবার অভিযুক্ত অক্ষয় দে-কে গ্রেফতার করে পুলিশ।

Share
Published by
News Desk