State

শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার ল্যাবে আগুন

Published by
News Desk

শনিবার দুপুর সাড়ে ১২টা। হাওড়ার শিবপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি চত্বরে হঠাৎ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের কক্ষ থেকে গলগল করে ধোঁয়া বার হতে দেখেন কয়েকজন পড়ুয়া। আগুন লেগেছে বুঝতে সময় নেননি তাঁরা। ভবনের কম্পিউটার ল্যাবে তখন আগুন জ্বলছে। আগুন ছড়িয়ে গিয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কায় আতঙ্ক ছড়ায় বাকি ছাত্রছাত্রীদের মধ্যে। খবর যায় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

তাঁদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুন লাগে। তবে আগুনে কোনও বড় ধরণের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

Share
Published by
News Desk