State

সন্ধে নামতেই দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি

Published by
News Desk

পূর্বাভাস ছিলই। অক্ষরে অক্ষরে মিলেও গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। শনিবার সন্ধে নামতেই প্রবল ঝড় আছড়ে পড়ল দক্ষিণবঙ্গে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভালই ঝড় হল। ঘণ্টায় গতি ছিল ৫০-৬০ কিলোমিটার। ঝড় হয়েছে উত্তর ২৪ পরগনা, ‌হুগলি, উত্তর ও মধ্য কলকাতায়। ঝড়ের সঙ্গে ছিল বৃষ্টি। বিকেলে বর্ধমানের বিশাল এলাকা জুড়ে প্রবল বৃষ্টি হয়। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টি হয়। তবে কলকাতায় বৃষ্টির তেজ তেমন ছিলনা। অবশ্য বৃষ্টি অনেকক্ষণ চলেছে। ঝির ঝির করে।

ঝড় বৃষ্টির হাত ধকে কলকাতার তাপমাত্রার পারদ ফের পড়েছে। শনিবার সকাল থেকে যে গুমোট ভাব ছিল সেটাও সন্ধের পর কেটে যায়। ঠান্ডা হাওয়ায় ক্রমশ মনোরম হতে থাকে পরিবেশ। আকাশে যদিও রাতেও ভাল মেঘ ছিল। কয়েক জায়গায় কিছু গাছ উপড়ে পড়ার খবর মিলেছে। অনেক আমগাছের সবে হওয়া ফল পড়ে গেছে ঝড়ের দাপটে।

Share
Published by
News Desk