State

সিপিএমের মিছিলে হামলার অভিযোগ, সুজন চক্রবর্তীর হাত ধরে টানাটানি

Published by
News Desk

বাঁকুড়া যে একসময়ে লালদুর্গ হিসাবে পরিচিতি ছিল তা সবার জানা। জামানা বদলেছে। তৃণমূল ক্ষমতায় আসার পর ছবি গেছে উল্টে। এখন বাঁকুড়ায় ঘাসফুলের দাপট অনেক বেশি। আর সেটাই শনিবার ফের একবার প্রমাণ হল বলে দাবি করছেন সিপিএম সমর্থকেরা।

শনিবার সকালে মিছিল করে দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন সুজন চক্রবর্তী, অমিয় পাত্রের মত সিপিএম নেতৃত্ব। অভিযোগ, আচমকাই তাঁদের পথ আটকায় মুখে কাপড় বাঁধা ও হেলমেট পড়া বেশ কয়েকজন যুবক। অভিযোগ, মিছিলে হামলা চালান ওই যুবকেরা। শুরু হয় ধাক্কাধাক্কি। অভিযোগ, এই সময়ে সুজন চক্রবর্তী ও অমিয় পাত্রের হাত ধরেও টানাটানি করেন মুখে কাপড় বাঁধা যুবকরা। পরে মনোনয়ন পেশ করতে যেতে না পেরেই ফিরে যান সিপিএম প্রার্থীরা। পুলিশের সামনে ঘটনা ঘটলেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছে সিপিএম নেতৃত্ব।

Share
Published by
News Desk