State

রণক্ষেত্র মহম্মদবাজার

Published by
News Desk

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশকে ঘিরে গত বৃহস্পতি ও শুক্রবার উত্তপ্ত ছিল বীরভূমের নলহাটি। শনিবার উত্তেজনা ছড়াল বীরভূমের মহম্মদবাজারে। এদিন সকালে বিজেপির একটি মিছিল বার হয় এখানে। অভিযোগ মিছিলে অংশগ্রহণকারী বিজেপি কর্মী সমর্থকদের অনেকের হাতেই ছিল অস্ত্র। ছিল বল্লম, তির-ধনুক, লাঠি, ধারাল অস্ত্র। এরমধ্যেই বাজতে থাকে মাদল। মাদলের শব্দে যেন ছিল যুদ্ধ ঘোষণার ইঙ্গিত! এদিকে বিজেপির সশস্ত্র মিছিলকে বাধা দেয় পুলিশ। পুলিশি বাধার মুখে পড়ে রাস্তা অবরোধে বসে পড়েন বিজেপিকর্মীরা। পরে অন্যদিক থেকে তৃণমূল কর্মীদের একটি মিছিল সেখানে হাজির হলে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ থাকা সত্ত্বেও দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। দুপক্ষেরই যথেষ্ট সংখ্যক কর্মী থাকায় সংঘর্ষ ক্রমশ চরম আকার নিতে থাকে। একে অপরের দিকে বোমাবর্ষণও শুরু করে। অভিযোগ, সংঘর্ষের সময়ে গুলিও চলে। অবস্থা আয়ত্তে আনতে দুই যুযুধান পক্ষের মাঝে দাঁড়িয়ে যায় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু তাতেও বিকেল পর্যন্ত মাঝেমধ্যেই সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন।

Share
Published by
News Desk