State

কান্দিতে থমকে গেল অধীর চৌধুরীর মিছিলও

Published by
News Desk

রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ ঘিরে বিতর্কের মাঝেই শনিবার কংগ্রেস প্রার্থীদের নিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন সাংসদ তথা মুর্শিদাবাদের অবিসংবাদী কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। অভিযোগ অধীরবাবুর সেই মিছিল আচমকাই হামলা হয়। মিছিল রুখে দাঁড়ান তৃণমূল কর্মীরা। এ সময়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও একসময়ে পিছু হঠতে হয় অধীররঞ্জন চৌধুরীকে।

এরপরই অধীরবাবুকে ঘিরে ধরেন তাঁরই দলের কর্মীরা। তাঁদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। অধীরবাবুকে কিছু একটা করার জন্য অনুরোধ করেন। অধীরবাবু যদিও তাঁদের বুঝিয়ে বলেন এই অবস্থায় তাঁর কিছুই করবার নেই। পরে অধীরবাবু তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তবে প্রদেশ সভাপতি নিজে থাকায় হয়তো বড় ধরণের অশান্তি এদিন এড়ানো গেছে।

Share
Published by
News Desk