Categories: State

মালদহে প্রতিবাদী কিশোরের অস্বাভাবিক মৃত্যু

Published by
News Desk

কিশোরের গাছে ঝুলন্ত দেহ ঘিরে উত্তেজনা ছড়াল মালদহের ইংরেজবাজারের রায়পুর গ্রামে। সোমবার সকালে বিক্রম মণ্ডল নামে গ্রামেরই এক বছর ষোলোর কিশোরের দেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় গাছ থেকে ঝুলতে দেখেন গ্রামবাসীরা। তাঁরাই বিক্রমের বাড়িতে খবরটা দেন। বিক্রমের বাড়ির লোকের দাবি, তাঁদের বাড়ির পাশের মাঠে বেশ কয়েকদিন ধরেই জুয়ার ঠেক বসছিল। এ নিয়ে তাঁদের সঙ্গে জুয়া খেলতে আসা যুবকদের ঝগড়াও হয়। কিন্তু জুয়া খেলা বন্ধ হয়নি। রবিবারও সেখানে জুয়ার ঠেক বসলে বিক্রম তার প্রতিবাদ করে। পরে যদিও সব মিটে যায়। রাতে খাবার খেয়ে ঘুমোতে যায় বিক্রম। সেই তাকে শেষবার দেখেছিলেন পরিবারের লোকজন। তাঁদের দাবি, জুয়া খেলার প্রতিবাদ করায় বিক্রমকে খুন হতে হল। বিক্রমের দেহে অনেকগুলি আঘাতের চিহ্নও পেয়েছে পুলিশ। পুলিশের অনুমান বিক্রমকে খুনের আগে বেদম প্রহার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে গ্রামের এক কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে এদিন ক্ষোভে ফেটে পড়েন গ্রামের লোকজন।

Share
Published by
News Desk