State

সুগন্ধি শুঁকিয়ে দুঃসাহসিক লুঠ

Published by
News Desk

সুগন্ধি শুঁকতে গিয়ে প্রায় সর্বস্বান্ত হয়ে গেলেন এক মহিলা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার মানিকপুরের সুভাষ ব্লক এলাকায় মানসী দাশগুপ্ত নামে ওই মহিলার বাড়ি। শুক্রবার বিকেলে বাড়িতে একাই ছিলেন তিনি। সেইসময় এক যুবক-যুবতী নিজেদের সেলসম্যান পরিচয় দিয়ে মহিলার ফ্ল্যাটে ঢোকে। সুগন্ধি বিক্রি করতে এসেছিল তারা। মহিলার দাবি, সুগন্ধির শখ থাকায় ২ সেলসম্যানকে কোনওরকম সন্দেহ না করে নিজের ঘরে ঢুকিয়ে নেন তিনি। তারপর একটা একটা করে মহিলাকে সুগন্ধি শোঁকাতে থাকে সেলসম্যানরা।

মানসীদেবীর দাবি, সুগন্ধির ঘ্রাণ নাকে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান। মহিলার প্রতিবেশিরা পুলিশকে জানিয়েছেন, সন্ধ্যাবেলা মানসীদেবীকে ডাকতে গিয়ে ফ্ল্যাটের ভিতর তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মানসীদেবীকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি এসে তিনি বুঝতে পারেন, ঘর থেকে খোয়া গেছে বেশ কিছু সোনার গয়না ও মোটা অঙ্কের টাকা। এরপরই রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন মানসীদেবী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk