State

রণক্ষেত্র নবগ্রাম

Published by
News Desk

সিপিএম-তৃণমূল সংঘর্ষে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের নবগ্রাম। মুড়িমুড়কির মত দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে বোমা বর্ষণ করে। গুলি চলে বলেও অভিযোগ এলাকাবাসীর। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র পেশকে কেন্দ্র করে রাজ্যের কোণায় কোণায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। কোথাও কম। কোথাও বেশি। এদিন নবগ্রামে যে পরিস্থিতি সৃষ্টি হল তাতে পুলিশের বিশাল বাহিনী এনে অবস্থা সামাল দিতে হয়। যদিও দিনভরই পুলিশের তাড়া খেয়ে দুপক্ষ কিছুক্ষণের জন্য পিছু হটলেও ফের তারা রণংদেহী মূর্তিতে একে অপরের দিকে তেড়ে এসেছে। সংঘর্ষে দুপক্ষের ১০ জন আহত হয়েছেন।

চন্দ্রকোণাতেও বিডিও অফিসের সামনে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রবল মারামারিতে দুপক্ষের মোট ১০ জন আহত হন। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে।

Share
Published by
News Desk