State

নিমন্ত্রণ সারতে গিয়ে কনের বাবার মর্মান্তিক মৃত্যু, থমকে গেল সব প্রস্তুতি

Published by
News Desk

আগামী ২৭ এপ্রিল মেয়ের বিয়ে। সেই নিয়ে ব্যস্ততা তুঙ্গে। হাতে আর বেশি সময় নেই। অথচ এখনও বেশ কয়েকজনকে নিমন্ত্রণ করার কাজ বাকি। তাই গত বৃহস্পতিবার আত্মীয়-পরিচিতদের নিমন্ত্রণ করতে বন্ধু গণেশ মণ্ডলের বাইকে করে বেড়িয়ে পড়েন মদন দুলে। তাঁদের বাড়ি হুগলির ধনেখালি থানার চৌতারা গ্রামে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ হুগলির চাঁপাডাঙা এলাকায় নিমন্ত্রণ সেরে বাড়ি ফিরছিলেন বছর ৫০-এর ওই ব্যক্তি।

তারকেশ্বরের বিষ্ণুবাটি এলাকার কাছে উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে আচমকা মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় হবু কনের বাবার। গুরুতর জখম হন তাঁর বন্ধু। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক লরিটিকে আটক করে পুলিশ। পলাতক চালক ও খালাসির খোঁজ করা হচ্ছে।

শুভ কাজের আগে গৃহকর্তার মর্মান্তিক মৃত্যুতে থমকে গেছে হবু কনের বাড়িতে বিয়ের শেষ প্রস্তুতি। গভীর শোকের ছায়া নেমে এসেছে পাত্রী ও পাত্রের পরিবারে।

Share
Published by
News Desk