State

রাস্তা ছেড়ে হোটেলে ঢুকে পড়ল লরি, মৃত ৬

Published by
News Desk

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সংলগ্ন সাহাচকে ৬ নম্বর জাতীয় সড়ক। দিনভর জাতীয় সড়ক ধরে দুরন্ত গতিতে ছুটে চলে বাস, ট্রাক, লরি, প্রাইভেট গাড়ি। রাস্তার ধারেই রয়েছে বেশ কয়েকটি খাবার হোটেল। যাত্রাপথে খিদে পেলে হোটেলে ঢুকে ভুরিভোজ সেরে নেন যাত্রীরা। স্থানীয় বাসিন্দারাও আসেন হোটেলে খাওয়া-দাওয়া সারতে। বৃহস্পতিবার সন্ধ্যের দিকে জাতীয় সড়কের পাশে এমনই ১টি হোটেলে বসে গল্পগুজব করতে করতে খাওয়া-দাওয়া সারছিলেন জনা ২০ ব্যক্তি।

আচমকাই হোটেল তছনছ করে তাঁদের ঘাড়ের উপর উঠে আসে ১টি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। মারাত্মক জখম হন ১৭ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে আরও ৪ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার আকস্মিকতায় খাওয়ার টেবিল ছেড়ে সরে যাওয়ার সুযোগটুকুও পাননি অনেকে। যার ফলে চোখের নিমেষে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তা ছেড়ে নিয়ন্ত্রণ হারিয়ে কেন লরিটি এভাবে হোটেলে ঢুকে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk