State

স্বামী মেলায় ঘুরতে নিয়ে না যাওয়ায় আত্মঘাতী বধূ

Published by
News Desk

একঘেয়ে জীবনে দিন কাটাতে কাটাতে হাঁফিয়ে ওঠা মনটা চেয়েছিল স্বামীর হাত ধরে একটু মেলায় ঘুরে আসতে। একটু অন্য রকমভাবে একটা সন্ধের কয়েকটা ঘণ্টা কাটাতে। তাও দূরে কোথাও নয়। গ্রামেই বসেছে চৈত্রের মেলা। সেখানেই একটু ঘুরে আসা। চাহিদাও বিশাল কিছু নয়। কিন্তু স্ত্রীর সেই সামান্য আবদারটুকুকেও সম্মান জানাতে পারেননি স্বামী। অভিযোগ স্ত্রীর বারবার অনুরোধ সত্ত্বেও তাঁকে মেলায় নিয়ে যাননি মালদহের গাজোলের বাসিন্দা ছবিলাল মাণ্ডি। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়। যা প্রতিবেশিদের কানেও পৌঁছয়।

অভিযোগ স্ত্রী প্রণামী মাণ্ডির আবদার রাখা তো দূর, ছবিলাল নিজেই একা লুকিয়ে এরমাঝে মেলায় ঘুরে আসেন। একথা কোনওভাবে স্ত্রীর কানে পৌঁছয়। তারপরই তিনি অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হন বলে দাবি মৃতার পরিবারের। ঘটনার পর থেকেই বেপাত্তা মৃতার স্বামী সহ গোটা পরিবার। পুলিশ তাঁদের খোঁজ শুরু করেছে। মেলা দেখাতে নিয়ে যাওয়ার মত তুচ্ছ কারণেই এই মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Share
Published by
News Desk