State

মনোনয়ন পেশ ঘিরে চোপরা, হরিহরপাড়ায় অশান্তি

Published by
News Desk

বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশ ঘিরে অশান্তি চরমে ওঠে নলহাটিতে। তবে অন্য কয়েকটি জায়গাও কম যায়নি। যেমন উত্তর দিনাজপুরের চোপরায় এদিন বিরোধী প্রার্থীদের মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এখানে অবস্থা আয়ত্তে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এদিন কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে মনোনয়ন পেশ করতে এলে বিডিও অফিস থেকে কংগ্রেস প্রার্থীদের বার করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বাইরে বেরিয়ে কংগ্রেস কর্মী সমর্থকেরা তৃণমূলের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ফলে শুরু হয় সংঘর্ষ। পরে পুলিশ গিয়ে অবস্থা আয়ত্তে আনে।

Share
Published by
News Desk