State

টিকিট পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, গুলিবিদ্ধ হয়ে মৃত ১

Published by
News Desk

পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় একই দলের মধ্যে গোষ্ঠীকোন্দল নতুন কিছু নয়। এবারও পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গায় টিকিট পাওয়া নিয়ে উত্তাপের পারদ চড়ছে। মালদহের কালিয়াচকের ২টি গ্রামে পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়াকে কেন্দ্র করে গুলি চলার অভিযোগ উঠল।

অভিযোগ এখানে পঞ্চায়েত টিকিট পাওয়াকে কেন্দ্র করে দুই স্থানীয় তৃণমূল নেতার মধ্যে কোন্দল চরমে ওঠে। শুরু হয় ২টি গ্রামের মধ্যে সংঘর্ষ। অভিযোগ সংঘর্ষ চলাকালীন গুলিও চলে। গুলিবিদ্ধ হন এক যুবক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk