State

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশ ঘিরে উত্তাপ, শাসক দলের কর্মীদের দিকে আঙুল

Published by
News Desk

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে গত সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন অংশে টুকটাক গণ্ডগোলের ঘটনা ঘটছিল। মঙ্গলবার মনোনয়নপত্র জমা করতে গেলে বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের আক্রমণের শিকার হলেন বিজেপি প্রার্থী, নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। আগামী ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন বিভিন্ন দলের প্রার্থীরা। জেলাশাসকের দফতর থেকে বিডিও অফিস। সর্বত্রই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে হুগলির আরামবাগে জেলাশাসকের দফতরে হাজির হন এক বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন তাঁর প্রস্তাবক। জেলাশাসকের সামনেই তাঁদের মনোনয়ন পেশে বাধা দেন বেশ কয়েকজন। বিজেপির দাবি যাঁরা বাধা দেন তাঁরা তৃণমূল সমর্থক। অভিযোগ, জেলাশাসকের বাধায় কান না দিয়েই তাঁদের ধাক্কা মারতে মারতে বাইরে নিয়ে যাওয়া হয়। তারপর মারধর করে ছেড়ে দেওয়া হয়। মনোনয়ন দাখিল করতে দেওয়া হয়নি।

অন্যদিকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বিজেপি জেলা সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে। উইকেট, রড নিয়ে তাঁর ওপর আক্রমণ হয় বলে অভিযোগ।

Share
Published by
News Desk