State

মামার বাড়ি খেলতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

Published by
News Desk

রবিবার মামার বাড়ি নামসঙ্কীর্তন শুনতে এসেছিল প্রতীক চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা ওই কিশোর একাদশ শ্রেণির পড়ুয়া। পরীক্ষার মাঝখানে রবিবার ছিল ছুটির দিন। তাই মামার বাড়ি কাছে হওয়ায় সেখানে বেড়াতে এসেছিল ওই কিশোর। পরিবার সূত্রে খবর, সোমবার সকালে বোনের সঙ্গে খেলায় মেতে ওঠে প্রতীক। খেলতে খেলতে মামার বাড়ির সানশেডে ওঠার চেষ্টা করে সে।

কিশোরের আত্মীয়দের দাবি, গতকালের ঝড়ে বাড়ির সানশেড পলকা হয়ে গিয়েছিল কোনোভাবে। তাই সানশেডে উঠতেই তা হুড়মুড়িয়ে নিচে পড়ে যায়। ভেঙে পড়া সানশেডে চাপা পড়ে যায় ওই কিশোর। আত্মীয়রা মিলে জখম কিশোরকে ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরের অকালমৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share
Published by
News Desk

Recent Posts