নাতনিকে কটূক্তির প্রতিবাদ করায় ৭০ বছরের এক বৃদ্ধকে গাড়িতে পিষে খুন করার অভিযোগ উঠল এক গাড়িচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার স্বপনপুর গ্রামে। মৃত বৃদ্ধের পরিবারের তরফে গাড়ির চালক টিঙ্কু মণ্ডলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান হয়েছে। অভিযোগের ভিত্তিতে টিঙ্কুকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। তমশের মণ্ডলের বাড়ি সংলগ্ন বাগানে বসে মদ্যপান করছিল স্থানীয় এক গাড়িচালক টিঙ্কু মণ্ডল। এভাবে তাঁর বাগানে বসে মদ্যপানের বিরোধিতা করেন তমশের। শুরু হয় দুজনের কথা কাটাকাটি। একটা সময়ের পর অবস্থা শান্ত হয়। তখনকার মত বাগান থেকে বেরিয়ে যায় টিঙ্কু। কিন্তু শনিবার সকালে এক সঙ্গীকে নিয়ে তমশেরের বাড়ির সামনে হাজির হয়। সেই সময়ে বাড়ি থেকে বার হচ্ছিল তমশেরের নাতনি নাজমা। অভিযোগ তাকে কটূক্তি শুরু করে টিঙ্কু। নাতনিকে কটূকথা শুনতে দেখে প্রতিবাদে এগিয়ে আসেন বৃদ্ধ তমশের। তাঁর পরিবারের অভিযোগ সেই সময়ে টিঙ্কু তার গাড়িতে তমশেরকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। পরে ঘাতক গাড়িটি আটক করে পুলিশ। আটক করা হয় অভিযুক্ত টিঙ্কুকে।