State

শান্তিরক্ষার বার্তা দিলেন রাজ্যপাল

Published by
News Desk

আসানসোল ও রানিগঞ্জের কিছু কিছু জায়গা এদিন ঘুরে দেখলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তবে পরিকল্পনামত ঘোরার সুযোগ পাননি তিনি। এদিন আসানসোলে সার্কিট হাউসে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে সেখানকার সার্বিক পরিস্থিতির খবর নেন রাজ্যপাল। পরে তিনি জানান, তাঁর সঙ্গে জেলাশাসক, আইজি ও পুলিশ সুপারের কথা হয়েছে। তিনি অবস্থা সম্বন্ধে তাঁদের কাছে খোঁজখবর নিয়েছেন।

রাজ্যপাল এদিন জাতিধর্ম নির্বিশেষে সকলের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানান। এদিন আসানসোলের কল্যাণপুরে একটি শরণার্থী শিবির ঘুরে দেখেন রাজ্যপাল। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে।

Share
Published by
News Desk