State

আসানসোলে রাজ্যপাল

Published by
News Desk

আগের দিন যেতে চেয়েও যেতে পারেননি। অশান্ত পরিস্থিতিতে সুরক্ষা জনিত সমস্যা হতে পারে বলে জানিয়ে তাঁকে যেতে দেয়নি প্রশাসন। কিন্তু শনিবার তিনি ফের যেতে চাইলে আর বাধা দেওয়া হয়নি। শনিবার বেলা ১১টা নাগাদ অশান্ত আসানসোল, রানিগঞ্জের পরিস্থিতি খতিয়ে দেখতে আসানসোলের সার্কিট হাউসে পৌঁছন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সেখানে জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে দফায় দফায় পরিস্থিতি সম্বন্ধে জানতে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সার্কিট হাউস থেকে বেরিয়ে প্রথমে হাজির হন একটি শরণার্থী শিবিরে। সেখানে পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। তারপর সেখান থেকে যান চাঁদমারি এলাকায়। কথা বলেন স্থানীয় বেশ কয়েকজন মানুষের সঙ্গে।

প্রসঙ্গত এই চাঁদমারিতে উত্তেজনা বড় আকার নিয়েছিল। এখনও এখানকার পরিস্থিতি থমথমে। স্থানীয় মানুষজন তাঁদের আতঙ্কের কথা রাজ্যপালকে খুলে বলেন। বেশ কিছুক্ষণ চাঁদমারিতে কাটিয়ে ফের সার্কিট হাউসে ফিরে আসেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

Share
Published by
News Desk

Recent Posts