State

কিশোরীকে বিবস্ত্র করে গায়ে বিয়ার ঢেলে যৌন নিগ্রহ

Published by
News Desk

ফের ব্যর্থ প্রেমিকের বিকৃত জিঘাংসার শিকার হল এক কিশোরী। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকার ঘটনা। নিগৃহীতা কিশোরীর দাবি, গত বৃহস্পতিবার বিকেলে সাউথ গড়িয়া থেকে টিউশন পড়ে এক বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল সে। বিকেলের দিকে রাস্তায় লোকজন তেমন ছিল না। অভিযোগ, আচমকা নির্জন রাস্তায় বাইক নিয়ে তাদের পথ আটকে দাঁড়ায় সূরজ কুরানি নামে এক যুবক। কিশোরীর দাবি, তার প্রতিবেশি ওই যুবক প্রথমে তার বান্ধবীকে ঠেলে ফেলে দেয়। তারপর চোখের নিমেষে দিনের আলোয় কাউকে রেয়াত না করে তাকে বাইকে তুলে চম্পট দেয় ওই যুবক। নির্যাতিতার দাবি, সূরজ অনেকদিন ধরে তাকে উত্যক্ত করত। তার সেই আচরণ পাত্তা না দেওয়ায় তাকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিজের বাড়ি নিয়ে যায় সূরজ। অভিযোগ, যুবকের এমন অন্যায় কাজে সম্পূর্ণ মদত ছিল তার পরিবারের।

দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরীর দাবি, বাড়ি নিয়ে যাওয়ার পর যুবকের মা ও দিদি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। তারপর বদ্ধ ঘরে তাকে বিবস্ত্র করে ওই যুবক শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ কিশোরীর। এমনকি তার গায়ে বিয়ার ঢেলে দেওয়া হয় বলেও জানিয়েছে নির্যাতিতা। তার আরও দাবি, চিৎকার করলে মদের ভাঙা বোতল পেটে ঢুকিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয় ওই যুবক। পরে কিশোরীর বান্ধবীর থেকে গোটা ঘটনা জানতে পেরে অভিযুক্ত যুবকের বাড়ি চড়াও হন কিশোরীর আত্মীয়রা। মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত অসুস্থ কিশোরীকে উদ্ধার করে তাঁরা হাসপাতালে ভর্তি করেন। নিগৃহীতার বাড়ির লোক প্রতিবেশি যুবক ও তার পরিবারের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে সূরজ কুরানিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts