State

চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগে ব্যাপক ভাঙচুর বেসরকারি হাসপাতালে

Published by
News Desk

চিকিৎসকদের গাফিলতি কেড়ে নিয়েছে এক শিশু ও প্রৌঢ়ের প্রাণ। এই অভিযোগে মঙ্গলবার রাতে রণক্ষেত্র হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের আসানসোলের ১টি বেসরকারি হাসপাতাল। সূত্রের খবর, কুমারপুরের বাসিন্দা অক্ষয়কুমার ঘোষের ৬ মাসের শিশুকন্যা গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় এইচএলজি হাসপাতালে ভর্তি হয়। কিছুক্ষণ পরেই তার মৃত্যুর খবর পায় বাড়ির লোক। অন্যদিকে, বুধবার আসানসোল রেল ডিভিশনের কর্মী বছর ৫০-এর বিনোদকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। কিছুক্ষণ পর প্রৌঢ়ের মৃত্যুর খবর পান তাঁর বাড়ির লোক ও সহকর্মীরা। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে মৃতদের পরিবার।

অভিযোগ, বিক্ষোভ দেখানোর পাশাপাশি গভীর রাত পর্যন্ত রোগীর আত্মীয়রা ব্যাপক ভাঙচুর চালান হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ। কিন্তু রোগীর পরিজনদের তাণ্ডবের সামনে কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে পড়ে তারা। পরে আরও পুলিশ বাহিনী এসে উত্তপ্ত অবস্থা সামাল দেয়। পুলিশি জেরার মুখে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। মৃতদের আত্মীয় ও হাসপাতাল কর্তৃপক্ষের সব দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Share
Published by
News Desk

Recent Posts