Categories: State

ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, উত্তপ্ত তারাপীঠ

Published by
News Desk

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দিনভর উত্তপ্ত রইল বীরভূমের তারাপীঠের রামভদ্রপুর গ্রাম। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ঠাকুমার কাছে শুয়ে ঘুমচ্ছিল ওই নাবালিকা। মধ্যরাতে ঘুম ভেঙে ঠাকুমা দেখেন নাতনি পাশে নেই। শুক্রবার ভোরে খোঁজ করতে করতে ওই ছাত্রীর নিথর দেহ পাওয়া যায় বাড়ির কাছের একটি ভাঙাচোরা কুঁড়েঘরে। পরিবারের অভিযোগ মেয়েটিকে ধর্ষণ করে তারপর খুন করা হয়েছে। এদিন পুলিশ তদন্তে এলে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। মেয়েটির পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

Share
Published by
News Desk

Recent Posts