তামিলনাড়ু, কেরালা, অসম ও পুডুচেরির ভোটের দিনক্ষণও ঘোষণা করেছে কমিশন। অসমের ১২৬টি আসনে দুদফায় ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ হবে ৪ ও ১১ এপ্রিল। এছাড়া তামিলনাড়ুর ২৩৪টি আসনে, কেরালার ১৪০টি আসনে ও পুডুচেরির ৩০টি আসনে ভোটগ্রহণ হবে। অসম ও পশ্চিমবঙ্গের প্রতিটি পোলিং জোনে কেন্দ্রীয় বাহিনী থাকছে। অর্থাৎ সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে না। তবে একটি পোলিং জোনের আওতায় থাকা বেশ কয়েকটি বুথের জন্য কেনদ্রীয় বাহিনী থাকবে। পশ্চিমবঙ্গে এবার ভোটার সংখ্যা ৬ কোটি ৫৫ লক্ষ। রাজ্যের ৭৭ হাজার ২৪৭টি বুথে ভোটগ্রহণ হবে। এবারও সব বুথে ইভিএম মেশিনেই ভোটগ্রহণ হবে। প্রার্থী নিয়ে ভোটারদের যাবতীয় বিভ্রান্তি এড়াতে এবার ইভিএমে প্রত্যেক প্রার্থীর নামের পাশে ছবি দিতে চলেছে নির্বাচন কমিশন। এবারই প্রথম নোটার প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পেতে চলেছেন রাজ্যবাসী। ফলে কোনও প্রার্থী পছন্দ না হলে ভোট দিতে না যাওয়ার দরকার পড়বে না কারও। চাইলেই ভোট কেন্দ্রে গিয়ে নোটায় ভোট দিয়ে আসতে পারবেন তাঁরা। অর্থ বা অন্য কোনও প্রলোভনের বিনিময়ে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ানোর জন্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা রুখতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চলেছে কমিশন।