Categories: Kolkata

কমিশনের কোপে দিলীপ

Published by
News Desk

ভোট প্রচারের সভামঞ্চ থেকে প্ররোচনামূলক বক্তব্য পেশের অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ভর্ৎসনা করল নির্বাচন কমিশন। ঘটনার প্রায় দেড় মাস পর দিলীপবাবুকে কমিশনের ভর্ৎসনার শিকার হতে হল। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গত ২১ মার্চ গোপীবল্লভপুরে একটি প্রচার সভায় বক্তব্য রাখছিলেন। অভিযোগ সে সময়ে তৃণমূলের স্টিকার লাগানো স্থানীয় এক তৃণমূল নেতার গাড়ি আচমকাই সভা চত্বরে ঢুকে পড়ে। এতে ক্ষেপে যান দিলীপবাবু। সভামঞ্চ থেকেই ওই তৃণমূল কর্মীকে উদ্দেশ্য করে হুমকি দেন তিনি। এই হুমকির প্রেক্ষিতে দিলীপবাবুর বিরুদ্ধে কমিশনে নালিশ জানান তৃণমূল সাংসদ মুকুল রায়। সেই ঘটনায় অবশেষে কমিশনের ভর্ৎসনার শিকার হতে হল বিজেপির রাজ্য সভাপতিকে।

Share
Published by
News Desk

Recent Posts