Categories: State

ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত রবিবার

Published by
News Desk

একে মে ডে। তার ওপর রবিবার। সঙ্গে প্রবল গরম। এমন দিনেও ভোট পরবর্তী সন্ত্রাস পিছু ছাড়ল না কলকাতা থেকে শহরতলীর। দিনভর উত্তপ্ত রইল বারুইপুর থেকে বেহালা। বেহালায় নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্রর এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে বারুইপুরে তৃণমূল কর্মীরাই আক্রান্ত হলেন এদিন। এক্ষেত্রে আবার অভিযোগের আঙুল উঠেছে সিপিএমের দিকে। এদিন বাসন্তিতেও সংঘর্ষের ঘটনা ঘটে। সিপিএম‌-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে এদিন কলকাতা থেকেও ১২ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। পরে যদিও তাঁরা জামিনে ছাড়া পান।

Share
Published by
News Desk