Categories: Kolkata

মাছি না গলা নজরদারির নির্দেশ

Published by
News Desk

শনিবার ভোট শেষ হওয়া পর্যন্ত মদন মিত্রের ঘরে থাকবে না কোনও মোবাইল ফোন। থাকবে না অন্য কোনও ফোনও। ইন্টারনেট পরিষেবাও ব্যবহার করতে পারবেন না তিনি। এসএসকেএম-এর যে কেবিনে তিনি আছেন সেখানে বাড়ির লোকজন ঢুকতে পারবেন ঠিকই। তবে অন্য কাউকেই সেখানে প্রবেশাধিকার দেওয়া হবে না। বিরোধীদের আর্জি মেনে মদন মিত্রকে এভাবেই কড়া নজরদারির ঘেরাটোপে মুড়ে ফেলল নির্বাচন কমিশন। নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের কাছে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়ে দিয়েছে কমিশন। মদন মিত্র হাসপাতাল থেকেই ভোট পরিচালনা করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে তাঁর গতিবিধির ওপর কড়া নজরদারির আর্জি নিয়ে গত বৃহস্পতিবার কমিশনের দ্বারস্থ হন ভবানীপুরের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি ও বামেরা। বিরোধীদের সেই আবেদনে এদিন সাড়া দিল কমিশন।

Share
Published by
News Desk

Recent Posts