Categories: Kolkata

ঐতিহাসিক সভা, একমঞ্চে বুদ্ধ-রাহুল

Published by
News Desk

পার্ক সার্কাস ময়দানে ইতিহাস গড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। ২ সর্বভারতীয় দলের দুই স্তম্ভকে এদিন একমঞ্চে দেখা গেল করমর্দন করতে। হাসিমুখে হাত নাড়তে। রাহুল গান্ধী, বুদ্ধদেব ভট্টাচার্য, অধীর রঞ্জন চৌধুরীকে একসঙ্গে হাত ধরে জোটবার্তাকে সকলের কাছে পৌঁছে দিতে।

এদিন রাহুল গান্ধী আসার কিছুক্ষণ আগেই পার্ক সার্কাসে কংগ্রেসের সভামঞ্চে হাজির হন বুদ্ধবাবু। কংগ্রেসের মঞ্চ হলেও জনসভায় হাজির মানুষজন তাঁকে করতালি দিয়ে অভিনন্দন জানান। পরে বক্তব্য রাখতে উঠে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

রাজ্যে শিল্পের বেহাল দশা থেকে শুরু করে আলু, পাট চাষিদের উৎপাদিত ফসলের সঠিক মুল্য না পাওয়া, সব প্রসঙ্গই একে একে তুলে ধরেন তিনি। রাজ্যে সন্ত্রাসের শাসন চলছে বলে দাবি করে তৃণমূল সরকারকে সমাজবিরোধীদের সরকার বলে দাবি করেন বুদ্ধদেববাবু।

অন্যদিকে রাহুল গান্ধী তাঁর বক্তব্যে সারদা, নারদ থেকে শুরু করে সেতু বিপর্যয়, সব কিছুর জন্যই তৃণমূলকে তুলোধোনা করেছেন। চিটফান্ড কাণ্ডের তদন্ত নিয়েও তৃণমূলকে ছেড়ে কথা বলেননি তিনি। এমনকি হালিশহরে ভোটের সন্ত্রাসে নিগৃহীত শিশুর প্রসঙ্গ টেনেও তৃণমূলকে আক্রমণ করেন কংগ্রেস সহ-সভাপতি।

Share

Recent Posts