Categories: Kolkata

দিনভর সরগরম কামারহাটি

Published by
News Desk

তৃণমূল প্রার্থী মদন মিত্র। ফলে কামারহাটি কেন্দ্র এদিন সকাল থেকেই ছিল সংবাদমাধ্যমের ফোকাসে। সেখানেই সকালে দেখা মেলে বীরভূমের তৃণমূল নেতা আশিস দে-র। বিরোধীদের অভিযোগ ভোট করাতে সিদ্ধহস্ত আশিস দে। তাই তাঁকে দিয়ে কামারহাটিতে ভোট বৈতরণী পার করতে চাইছেন জেলবন্দি মদন মিত্র। এদিন সকালে তাঁকে কামারহাটিতে ঘুরতে দেখা যায়। ভোটারদের গ্লুকোজ জলও খাওয়াতে দেখা যায়। যদিও আশিস দের দাবি মদন মিত্রের কেন্দ্রে কেমন ভোট হচ্ছে সেটা দেখতেই তাঁর আসা। সীতারাম ইয়েচুরি, সিদ্ধার্থনাথ সিংরা দিল্লি থেকে কলকাতায় আসতে পারলে তিনি কেন বীরভূম থেকে কামারহাটিতে আসতে পারবেন না সে প্রশ্নও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দিকে ছুঁড়ে দেন আশিস। এদিকে কামারহাটিতে সকালে ৩৫ নং বুথের কাছে জোড়া বোমাবাজির ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। যদিও তার জেরে ভোট প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়েনি। কামারহাটিতে তাঁর বাবা প্রার্থী। তাই এদিন সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরের কাছে কন্ট্রোল রুমে বসে ভোট পরিচালনা করে গেছেন মদন পুত্র শুভরূপ। তিনি আবার সিপিএমের কথায় কামারহাটিতে পুলিশ কাজ করছে বলে অভিযোগ করেন। ভোট শেষের কয়েকঘণ্টা আগে কামারহাটির ২১ নং ওয়ার্ডে সিপিএম ক্যাম্প অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। অন্যদিকে আবার বুথের ১০০ মিটারের মধ্যে হওয়ায় তৃণমূলের একটি ক্যাম্প অফিস ভেঙে দেয় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে কয়েকজন তৃণমূল কর্মী জখম হন।

Share
Published by
News Desk

Recent Posts