Categories: Kolkata

হাত কাটল তন্ময়ের, হেনস্থার শিকার দেবাশিস

Published by
News Desk

দমদম উত্তর কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সিপিএমের তন্ময় ভট্টাচার্য। এদিন সকালে মিলনী সংঘের কাছে ১২১ নং বুথের সামনে তাঁর গাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। গাড়ি লক্ষ করে ইট ছোড়া হয়। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। ভাঙচুরের সময় তন্ময়বাবু জখম হন। তাঁর ডান হাত কেটে যায়। গড়িয়ে পড়ে রক্ত। তাঁর গাড়ির ওপর হামলার ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন তন্ময়বাবু। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সকাল থেকেই উত্তপ্ত ছিল ব্যারাকপুর। তৃণমূলের শীলভদ্র দত্তের বিরুদ্ধে এখানে বাম প্রার্থী দেবাশিস ভৌমিক। অভিযোগ এখানে বুথে বুথে ঘোরার সময় তাঁকে হেনস্থা করেন তৃণমূল কর্মীরা। তাঁর পরিচয়পত্র ছিঁড়ে দেওয়া হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়।

Share
Published by
News Desk

Recent Posts